Managing Director Message

প্রিয় গ্রাহক,
আসসালামু আলাইকুম,বাংলাদেশ ছোট্ট একটি দেশ।এ দেশের জনসংখ্যা প্রায় ১৬ কোটি। এ ১৬ কোটি জনসংখ্যার বসবাসের জন্য যে পরিমাণ জায়গা দরকার তা দিন দিন কমে যাচ্ছে।আর দেশের মানুষ প্রতিনিয়ত জীবিকা,কর্ম ও শিক্ষার প্রয়োজনে শহরে ভিড় জমাচ্ছেন।প্রত্যেক মানুষ চান তার স্বপ্নের শহরে নিজের এবং তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বাসস্থানের ব্যবস্থা করতে।কিন্তু অনেকের ইচ্ছার সাথে সামর্থের মিল রাখতে পারেন না।ইচ্ছা থাকলেও উপায় থাকেনা।প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় স্বল্প আয়ের লোকদের জায়গা জমি ক্রয় করা অসম্ভব হয়ে উঠেছে।আর দিনে দিনে বাড়ছে শহরের পরিধি।আগের সেই ছোট শহর এখন বিশাল শহরে পরিণত হয়েছে।সাথে সাথে জমির দাম মানুষের সামর্থের বাহিরে চলে যাচ্ছে।তারপরও এই ঢাকা শহরে এক খন্ড জমি পাওয়ার জন্য আকুল হয়ে উঠি আমরা।বিগত কয়েক বছরে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে কর্মব্যস্ত মানুষের ব্যাপক বসতি।আর এই কারণে অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে একটি পরিকল্পিত আবাসন ব্যবস্থা যেখানে আবাসিক ও বাণিজ্যিক কর্মকান্ড দুটিরই সমন্বয় থাকবে।ক্রমবর্ধমান আবাসিক ও বাণিজ্যিক চাহিদা পূরণ ও পরিকল্পিত নগরায়ন কে উৎসাহিত করতে ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটেড জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটু দূরে,তুরাগ নদীর পাড়ে ইছরকান্দি মোজায় শতভাগ নিয়ম নীতি মেনে গড়ে তুলেছে একটি সুপরিকল্পিত পরিবেশ সম্মত বিশাল আবাসন প্রকল্প ব্রাইট সিটি।প্রকল্পের মধ্যে রয়েছে ২৫ ফুট থেকে ৬০ ফুট প্রশস্ত রাস্তা, খেলার মাঠ, স্কুল মসজিদ, কবরস্থান,মার্কেট,পার্ক সহ প্রয়োজনীয় সবকিছু।প্রকল্পটি প্রাকৃতিক নিরিবিলি পরিবেশের কারণে সকল শেণীর পেশার মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।তাই আমরা আপনার সামর্থের মধ্যে আপনাকে দিচ্ছি আপনার কাংখিত আবাসন।যেখানে আপনি গড়ে তুলতে পারেন আপনি এবং আপনার নতুন প্রজন্মের জন্য সুন্দর আবাসন।এককালীন ও সহজ কিস্তিতে একক বা একাধিক নামে সামর্থের মধ্যে পছন্দ অনুযায়ী প্লট ক্রয় করতে পারেন।আজই আপনার পছন্দের প্লট টি বেছে নিন।